Thursday, July 30, 2020

নতুন ২৬৯৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৮


নতুন ২৬৯৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা. ABIR HOSSAIN

আপডেট: ৩০ জুলাই ২০২০, ১৪:৫১

প্রতীকী ছবিপ্রতীকী ছবিদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা ও শনাক্ত কমেছে। নতুন করে ২ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় ৪৮ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৮৩ জন।

Lifebuoy Soap

নতুন করে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন নারী।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন।

সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন।

গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, আগের নমুনাসহ ১২ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

এর আগের দিন ১৪ হাজার ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।

এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি নমুনা।

দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘রোগ প্রতিরোধে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব।’

No comments:

Post a Comment

ওজন ৩৬ মণ, দাম হাঁকছেন ৫০ লাখ

ওজন ৩৬ মণ, দাম হাঁকছেন ৫০ লাখ প্রতিনিধি, ABIR HOSSAIN ৩০ জুলাই ২০২০, ১৯:৫৭ আপডেট:  ৩০ জুলাই ২০২০, ২০:০৬     খামারি রিয়াজ উদ্দিন চৌধুরীর খামা...